ফকিরহাটে জলাবদ্ধতা নিরসনে জাল-পাটা উচ্ছেদ অভিযান
মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন নদ-নদী, খাল-বিলে পানির স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ নেট-পাটা ও নিষিদ্ধ জাল অপসারণে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
ফকিরহাট উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি জটার খালে অবৈধ জাল ও নেট-পাটা অপসারনের জন্য অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রাপ্ত অবৈধ জাল, নেটপাটা, উচ্ছেদ করে তা কেটে নষ্ট করা হয়। উক্ত অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আছাদুল্লাহ। এ সময় ফকিরহাট মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ওয়াজেদ আলী সহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
অভিযান শেষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আছাদুল্লাহ বলেন, “জলাবদ্ধতা নিরসনে অবৈধ জাল ও নেট-পাটা অপসারণ অত্যন্ত জরুরী। এগুলো শুধু পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, বরং মাছের প্রজনন ব্যাহত করে। পাশাপাশি পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে।
তিনি আরো বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবৈধ মৎস্য আহরণ ও প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।অবৈধ নেট-পাটা-বাধ রোধে সবাইকে আরও সচেতন ও সহযোগিতাশীল হওয়ার আহ্বান জানা এ কর্মকর্তা।
মন্তব্য করুন