ঝালকাঠিতে ‘গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা
মো. নাঈম হাসান ঈমন ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে আজ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে “গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) সকাল ১১টায় জেলা সদরের ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠি জেলার উপ-পরিচালক মো. আলম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও ঝালকাঠি বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব মাওলানা আবদুল হাই নিজামী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সংকটকালে আলেম-ওলামাদের ইতিবাচক ভূমিকা জাতিকে সঠিক পথে পরিচালনায় সহায়তা করে। তারা ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে তুলতে পারেন। অতীতের গণঅভ্যুত্থানেও আলেম-ওলামারা সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন—তা আমাদের অনুপ্রেরণা। ধর্ম মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসা শিক্ষক, শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়
মন্তব্য করুন