অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মুখপাত্র হিসেবে সরকারের কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরছেন প্রেস সচিব শফিকুল আলম। সরকারের মুখপাত্র হিসেবে চাকরি করার কারণে নানা কথা ও কাজের কারণে সমালোচিতও হচ্ছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজে (ঢাকা ডায়েরি ট্যাগ দিয়ে যেখানে তিনি অনেক আগে থেকেই লেখালেখি করে আসছেন) তাকে ব্যক্তিগত অভিজ্ঞতা লেখালেখি করতে দেখা যায়।
সোমবার (২৬ মে) এমন একটি স্ট্যাটাসে তিনি বর্তমান সময়ের কিছু অভিজ্ঞতা ও ভবিষ্যতে কী করবেন তা তুলে ধরেন।
ফেসবুকে শফিকুল আলম লেখেন, শেখ হাসিনার প্রায় ১৫ বছরের শাসনামলে, আমি শাসকদল ও তাদের সমর্থকদের কাছ থেকে নানা ধরনের অপবাদ পেয়েছি। বর্তমান দায়িত্ব নেওয়ার পর একটি নতুন গোষ্ঠী গণমাধ্যমে আসা আমার বেশ কয়েকটি বক্তব্যের কারণে ক্ষুব্ধ হয়ে আমাকে বিশ্বাসঘাতক বলা শুরু করেছে।
মন্তব্য করুন