ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
মাহমুদুল হাসান
বার্তা সম্পাদকঃ
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে মরিয়ম আক্তার-(৩) ও সাহিদা আক্তার-(৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বেহাইর গ্রামের পশ্চিমপাড়ায় এই ঘটনা ঘটে।
মৃত মরিয়ম আক্তার বেহাইর গ্রামের পশ্চিমপাড়ার কাউসার মিয়ার মেয়ে ও সাহিদা আক্তার একই উপজেলার বুধল ইউনিয়নের ধানসার গ্রামের শাহেদ মিয়ার মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন জানান, বৃহস্পতিবার সকালে বেহাইর গ্রামের পশ্চিমপাড়ায় বাড়ির উঠানে খেলা করছিলো দুই শিশু। খেলতে খেলতে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে যায়।
স্থানীয়রা ও তাদের পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। পরে বাড়ির পাশে পুকুরে তাদের লাশ ভেসে উঠে।
তিনি বলেন, শিশু সাহিদা আক্তার তার নানার বাড়ি বেহাইর গ্রামে বেড়াতে আসছিলো। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন